পদ্মা সেতুর পানির নিচে পিলারে যেভাবে কাজ চলছে -দেখুন ভিডিওতে .

Fri 30 Jun 2017
35lwz8m

পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দেশের অন্য জেলাগুলোর যাতায়াত ব্যবস্থা অনেক এগিয়ে যাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শিল্প-কারখানা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। পদ্মা সেতুর নির্মাণকাজ আদৌ হবে কি-না এমন প্রশ্ন যখন কারও কারও মুখে তখনই পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি এখন প্রায় ১৮ শতাংশ। এরই মধ্যে মূল সেতুর টেস্ট পাইল স্থাপনের কাজ শুরু হয়ে গেছে এবং নদীর তীর রক্ষার ড্রেজিংয়ের কাজ চলছে দ্রুতলয়ে।

.

সরকারের ফাস্টট্র্যাক প্রকল্পের মধ্যে এক নম্বরে থাকা এ প্রকল্পটির কাজে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে নজর রাখছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। নির্ধারিত সময়ের এক বছর আগেই যাতে সেতুটি বাস্তবায়ন করা যায় সেদিকই খেয়াল রাখা হচ্ছে। সে হিসেবে ২০১৯ সাল নয় ২০১৮ সালের মধ্যে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

35lwz8m

35lwz8m